As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4264

তাওহীদ

প্রকাশকাল: 2 Oct 2017

প্রশ্ন

আসসালমুয়ালাইকুম, ১. আল্লাহকে খোদা,মাবুদ ডাকা যাবে কি?
২. হোচট খেয়ে বা অন্য কোন কারণে ওরে বাবা,ওরে মা& এধরনের কথা বললে শিরক হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাবদু অর্থ যার ইবাদত করা হয়। যেহেতু আল্লাহর ইবাদত করা হয় তাই আল্লাহ তায়ালাকে মাবুদ বলতে সমস্যা নেই। আর খোদা শব্দ না বলা ভালো। ২। না, শিরক হবে না।