As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 426

ঈমান

প্রকাশকাল: 31 Mar 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
১.মাজহাব মানতে হবে অ্যাই রকম কি কোনো বাধ্যবাঁধকতা আছে, না থাকলে ক্যানো মানব?
২. তারাবির নামায কয় রাকাত পরতে হবে? এর স্বপক্ষে কোন সাহি হাদিস আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।সাধারণ মানুষ এবং এমন আলেম যারা কুরআন ও হাদীস থেকে মাসআলা বের করতে পারে না তাদেরকে কোন না কোন আলেমের মতামত অনুযায়ী চলতে হয়। কোন হাদীস সহীহ, কোনটা সহীহ নয়, কোন হাদীসের ব্যাখ্যা কি হবে, কুরআনের কোন আয়াতের তাফসীর বা ব্যখ্যা কি হবে এইসব বিষয়ে কোন না কোন আলেমের মতামত তাকে শুনতে হয়। আর এটাই মাজহাব মানা। সুতরাং এমন মানুষদের জন্য মাজহাব মানা ছাড়া কেন বিকলপ নেই। এবং এমন প্রত্যেকেই মাজহাব মানে। হয়ত সে প্রসিদ্ধ চার মাজহাব মানে কিংবা অন্য কোন আলেমের মতামত মেনে চলে। এই বিষয়ে অনেকগুলো স্যারের ভিডিও ক্লিপ আছে, সেগুলো দেখলে বিষয়টি আরো স্পষ্ট হবে। তারাবীহর রাকআত সংখার সম্পর্কে আমাদের দেয়া ৫৩ এবং ৫৯ নম্বর প্রশ্নের উত্তর দেখুন।