As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4255

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 Sep 2017

প্রশ্ন

এক বা দুই তালাকের পর ইদ্দতকাল শেষ হওয়ার পর স্বামী-স্ত্রী পুনরায় একত্রিত হতে চাইলে নতুন করে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় তার জন্য কি নতুন করে কাজী অফিসে রেজিস্ট্রির প্রয়োজন হবে? আর বিয়ে পরানোর সময় এটা উভয়ের ই কততম বিয়ে উল্লেখ করতে হবে? প্রথম বিয়ে উল্লেখ করলে কোনো সমস্যা আছে কি?

উত্তর

কাজী অফিসে রেজিস্ট্রি করা বিয়ের কোন প্রয়োজনীও বিষয় নয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা করা হয। শরীয়তে এর কোন আবশ্যকতা নেই। নতুন করে মোহর নির্ধারণ করতে হবে। যেহেতু আগের স্বামীর সাথেই বিয়ে হচ্ছে তাই ১ম বিয়ে উল্লেখ করলে তেমন কোন সমস্যা নেই।