আসসালামু আলাইকুম। হযরত প্রথম বার প্রশ্নের উত্তর না পাওয়ায় আবার প্রশ্ন করতে হচ্ছে আশা করি এই বার উত্তরটা পাবো। প্রশ্নটা হচ্ছে আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসার পাশের মসজিদের ইমাম সাহেব বলেছিলেন যদি ছেলে মেয়ে উভয়ের বয়স হয় এবং নিজেদের ইচ্ছা থাকে তাহলে নাকি শুধু আল্লাহ এবং রাসূল (সঃ) কে সাক্ষী করে বিয়ে করলে নাকি বিয়ে হয়ে যাবে। এই কথাটা কতটা ঠিক এবং নবমুসলিম মেয়েদের ক্ষেত্রে বিয়ের বিধান কি। আশা করি উত্তরটি পাবো। জাজাকাল্লাহু খাইরান।