As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4240

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 Sep 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম মুহতারাম আমি চাকুরীর কারণে অনেক সময় জুম্মার নামাজ আদায় করতে পারিনা এক্ষেত্র আমি কি গুনাহ গার হয়ে যাবে। আমার করণিয় কি জানতে চাই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে চাকুরী বা কাজ নামাযের জন্য প্রতিবন্ধক সেই চাকুরী বা কাজ মুসলিমের জন্য জায়েজ নেই। কোন অবস্থাতেই নামায বাদ দেয়ার কোন সুযোগ নেই। জুমুআর নামায মসজিদেই পড়তে হবে, চাকুরীর কারণে বাড়িতে পড়ারও সুযোগ নেই। আপনি দ্রুত একটি স্বচ্ছ কাজের সন্ধান করুন, যেখান ফরজ ইবাদতগুলো আদায়ের সুযোগ থাকবে। আমার আল্লাহর কাছে দুআ করি আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।