As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 424

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 Mar 2007

প্রশ্ন

আসসালামুআলাইকুম, স্যার,আমার প্রশ্ন হলো ব্যাংক বা বীমা থেকে প্রাপ্ত সুদের টাকা নিজেদের বাসা বাড়ির কাজে লাগানো হয়েছে। এখন সেই সুদের টাকা ইসলামের মাসআলা অনুযায়ী ব্যায় করতে চাই। প্রাপ্ত সুদের সম পরিমাণ টাকা ব্যায় করলেই হবে না কোন কাফফারা দিতে হবে?কোন কোন খাতে সুদের টাকা ব্যায় করা যাবে? দয়া করে দলিল সহকারে জানাবেন। আবিদুল ইসলাম, বাকেরগঞ্জ, বরিশাল

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদের টাকা আপনি গরবীদেরকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। কাফফারা দিতে হবে না, প্রাপ্ত সুদের সমপরিমান টাকা দিয়ে দিবেন।রাসূলুল্লাাহ সা. নিষেধ করার পর তাঁর বেঁচে থাকা সময়ের মধ্যে কোন মানুষ সুদ নেয় নি। সুতরাং হাদীসে এই বিষয়ে কোন নির্দেশান পাওয়া যাবে না। সুদের টাকা মূলত অন্যের টাকা। যেহেতু মালিক পাওয়া যাচ্ছে না তাই গরীবদেরকে দিয়ে দিতে হবে। হাদীসে এর কোন খাত উল্লেখ নেই।