আসসালামুআলাইকুম, স্যার,আমার প্রশ্ন হলো ব্যাংক বা বীমা থেকে প্রাপ্ত সুদের টাকা নিজেদের বাসা বাড়ির কাজে লাগানো হয়েছে। এখন সেই সুদের টাকা ইসলামের মাসআলা অনুযায়ী ব্যায় করতে চাই। প্রাপ্ত সুদের সম পরিমাণ টাকা ব্যায় করলেই হবে না কোন কাফফারা দিতে হবে?কোন কোন খাতে সুদের টাকা ব্যায় করা যাবে? দয়া করে দলিল সহকারে জানাবেন। আবিদুল ইসলাম, বাকেরগঞ্জ, বরিশাল