হুজুর আপনার আলোচনায় শুনেছিলাম নবীজি কখনো ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেন নি। হাদিস থেকে প্রমাণিত যে, নবীজি বলেছেন শেষ রাতে ও ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। অন্য একটা হাদিস থেকে প্রমাণিত যে, নবীজি বলেছেন : যে ব্যাক্তি ইমামতি করে সে যেনো মুক্তাদিদের বাদ দিয়ে শুধু নিজের জন্য দোয়া না করে। যদি সে এরকম করে তাহলে সে যেনো মুক্তাদিদের সাথে খেয়ানত করলো। তাহলে এই আলোচনা আর আপনার আলোচনা তো কনফ্লিক্ট করে।