As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4225

যাকাত

প্রকাশকাল: 24 Aug 2017

প্রশ্ন

আমার ২০১৯ সালের রমযানে নিসাব পূর্ণ হয়েছে কিন্তু ২০২০ সালের রমযান আসার আগেই খরচ হয়ে নিসাবের চেয়ে কমে গেছে। আবার ৩ মাস পর নিসাব পুরন হয়েছে। ১। এক্ষেত্রে কি ২০২০ এর রমযানে যাকাত দিতে হবে?
২। যেহেতু একবছর পূর্ণ হবার আগেই নিসাবের চেয়ে সম্পদ কমে গিয়েছে, সুতরাং ২০২০ এর জিলহজ্জ মাস থেকে নতুন করে নিসাব শুরু করে পরবর্তী ১ বছর থাকলে তার উপর যাকাত দিতে হবে নাকি রমযান ২০২১ এ যাকাত দিতে হবে?

উত্তর

২০১৯ সালের রমাজান মাসে নিসাব পূরণ হওয়ার পর যদি ২০২০ সালের রমাজান মাসেও নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে যাকাত দিতে হবে। বছরের মাঝে নিসাব চেয়ে সম্পদ কমে গেলেও যাকাত দিতে হবে। আর যদি ২০২০ সালের রমাজান মাসে নিসাবের চেয়ে কম সম্পদ থাকে তাহলে যাকাত দিতে হবে না। পরবর্তীতে যখন নিসাবের অধিকারী হবেন তার ১ বছর পর যাকাত দিতে হবে। রমাজান মাস কোন বিষয় নয়। জিলহজ্জ্ব মাসে নিসাবের অধিকারী হলে পরবর্তী বছরের জিলহজ্জ্ব মাসে যাকাত দিতে হবে।