As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4224

যাকাত

প্রকাশকাল: 23 Aug 2017

প্রশ্ন

Assalamu alikum wa rahmatullahi wa barakatuhu
আমার প্রশ্নটা জিজ্ঞাসা ও জবাব (২য় খন্ড) এর page no 109, Question no 87 নিয়ে..
87, এর উত্তর এর সাথে 88 ও 89 এর কিছুটা সাংঘর্ষিক মনে হচ্ছে. ধারণা করছি, 87 er উত্তরে কিছু গড়মিল / আমার ভুল বুঝ থাকতে পারে. যে লাইন নিয়ে সমস্যা, তা হলো, 87 এর শেষে বলা হচ্ছে, সোনার যাকাত দিবেন না. কিন্তু 88 আর 89 এর উত্তর গুলা এই লাইনের সাথে মিলছে না.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নগদ টাকার সাথে কিছু স্বর্ণ থাকলে সেই স্বর্ণের যাকাত দিতে হবে কিনা এটা নিয়ে মতভেদ আছে। একদল আলেম বলেন দিতে হবে না। ৮৭ নং প্রশ্নের উত্তর এই মতের আলোকে দেওয়া। আরেকদল আলেম বলেন, টাকার সাথে স্বর্ণ থাকলে স্বর্ণেরও যাকাত দিতে হবে।স্যার রহি.৮৮ নং প্রশ্রে উত্তর এই আলোকে দিয়েছেন। আর এই মত মানাটাই সাবধানতা এটাও বলে দিয়েছেন। মতভেদের বিষয়েও তিনি আলোচনা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন।