As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4208

যিকির দুআ আমল

প্রকাশকাল: 7 Aug 2017

প্রশ্ন

দুআ তে কি মা বাবার বা কারো দীর্ঘ হায়াত চাওয়া যাবে?
কারণ একটা জায়গায় সীরাহ শুনতে গিয়ে ঐখানে একটা ঘটনা উল্লেখ করে বলেন,মানুষের হায়াত পূর্ব নির্ধারিত আর এটা বদলানো যাবে না। তাই দীর্ঘ হায়াত চাওয়া কি উচিত?

উত্তর

জ্বী দীর্ঘ হায়াতের জন্য দুআ করতে কোন অসুবিধা নেই। সব কিছুিই আল্লাহ জানেন। তবুও তিনি দুআ করতে বলেছেন।