As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4200

আকীকা

প্রকাশকাল: 30 Jul 2017

প্রশ্ন

আসসালামুআলইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মেয়ের আকিকা সাত দিনের মাথায় দিতে পারিনি। আমার নিয়ত ছিল সঠিক সময় দেওয়ার কিন্তু এই করোনা ভাইরাসের কারণে সম্ভব হয়নি। এমত অবস্থায় এখন যদি আদায় করি আমার পরিপূর্ণভাবে আদায় হবে কি? অর্থাৎ সুন্নাহ মোতাবেক। জাজাকুমুল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাত দিনে আকীকা করার যে সুন্নাত সেটা তো আর পেলেন না,তবে আকীকা করার সুন্নাত আদায় হবে।