আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সূদী ব্যাংকে account করিয়ে দেয়া জায়েজ হবে কি? আমি personally এই ব্যাংকে service করতাম। এখন ছেড়ে দিয়েছি। কিন্ত বাইরে থেকে account করিয়ে দেওয়ার সুযোগ আছে। আমি করতে চাইছি না,কিন্তু আমার এক দাদা বলছেন যে সুধুমাত্র account করে দেওয়াতে কোনো সমস্যা নেই..যুক্তি হিসাবে তিনি বলছেন..সাধারন মানুষের যেহেতু account করা এই india তে প্রায় বাধ্যতামুলক,সেহেতু তাদের ভোগান্তি থেকে বাচাতে এটা জায়েজ হবে…তাই শায়েখ প্লিজ উত্তর দেবেন…