As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4196

ঈমান

প্রকাশকাল: 26 Jul 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, অনেক বক্তা তার পীরকে ইঙ্গীত করে, তার পীরে গোলামি করার করণে ভাল বক্তা হতে পেরেছে ইত্যাদি। এটা কি ঠিক? আমরা আল্লাহ গোলাম, এছাড়াও পীরের গোলামি করি একথা বলা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গোলামী করতে হবে একমাত্র আল্লাহ তায়ালার। আলেম-পীর মাশায়েখদেরকে সম্মান করতে হবে, গোলামী নয়।