As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4192

বিবিধ

প্রকাশকাল: 22 Jul 2017

প্রশ্ন

আছছালামু আলাইকুম
দ্বীনের পথে নিজে পরিপূর্ণ ভাবে চলতে আগ্রহী, কিন্তু জেনারেল লাইনে পড়তে গিয়ে খুব বেশি দ্বীন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি নাই। আমি দ্বীন, ঈমান, আকিদা, তাওহিদ, বান্দার হক ও আল্লাহর হক, হারাম হালাম, এসব বিসয়গুলো একদম শুরু থেকে শিখতে চাচ্ছি । তাই দয়াকরে আমাকে এমন কিছু কিতাবের নাম জানবেন যেগুলো থেকে আমি শুরু থেকে শিখে নিজেকে দ্বীনের পথে পরিচালনা করতে পারি। জাজাকাল্লাহু খাইরন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. এর বইগুলো দ্বারা শুরু করতে পারেন। এরপর আশা করি আপনি নিজেই বই নির্বাচন করতে পারবেন।