As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4190

নামায

প্রকাশকাল: 20 Jul 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি কি সব নামাজের সময় (ফরজ, সুন্নত বা নফল নামাজ) কি সেজদা এবং শেষ বৈঠকে দোয়া করতে পারব (যেমন: আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, কারীমুন, তুহিব্বুল, আফওয়া ফাফু আন্নি। বা রাব্বীর হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগীরা) এই ধরনের দোয়া। সময় করে জানালে অনেক কৃতজ্ঞ থাকব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, সব নামাযের সাজাদাতেই মাসনুন দুআ পড়া যায়।