As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4185

রোজা

প্রকাশকাল: 15 Jul 2017

প্রশ্ন

ফরজ রোজার সময় পিরিয়ড হলে পরে কাযা রোজা রাখতে হলে কেউ যদি শাওয়ালের ৬টি রোজা রাখতে চায় তাহলে তাকে কি আগে কাযা রোজা রাখতে হবে নাকি শাওয়ালের ৬টি রোজা রাখার পর কাযা রোজা রাখতে পারবে?

উত্তর

শাওয়ালের ৬টি রোজা রাখার পর কাযা রোজা রাখতে পারবে, কোন সমস্যা নেই।