As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4182

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 12 Jul 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। এক দিরহাম পরিমাণ নাপাকি মাফ বলে যে কথাটি প্রচলিত তা দিয়ে আসলে কী বোঝানো হয়?তা একেবারেই মাফ?নাকি পরবর্তীতে তা কোনভাবে পানি বা ঘাম লেগে ছড়িয়ে গেলে নাপাক হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এক দিরহাম অর্থ অল্প যদি লাগে তাহলে ঐ অবস্থায় নামায পড়া যায়। পরবর্তীতে যদি কোন ভাবে সেটা ছড়িয়ে পড়ে তাহলে ঐ অবস্থায় নামায হবে না। পবিত্র হতে হবে।