মুহতারাম, আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমাদের মত সাধারন মানুষ যাদের দ্বীনি এলেম প্রায় নেই তারা ধর্ম পালনে বেশ সমস্যার মধ্যে পড়ি।দুই প্রকার বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে ইদানিং খুব দুঃশ্চিন্তাগ্রস্থ। প্রথম হলঃ তাবলিগ, জামায়াতে ইসলাম ও আহলে হাদিস। আহলে হাদিস ও জামায়াতের দৃষ্টিতে তাবলীগ ইসলামের ক্ষতি করছে কারন তাবলীগ সৎ কাজের উপদেশ দেয় ঠিকই কিন্তু অসৎ কাজের নিষেধ করেনা। আর আহলে হাদিসের ভাইয়েরাতো তাবলীগ ওয়ালাদের বিদয়াতী ও জাহান্নামি বরতে দ্বিধা করেনা। আমি ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামিকে অপছন্দ করি অনেক কারনে সেগুলো না হয় এখানে আনলামনা। দ্বিতীয় হলঃ হানাফি এবং আহলে হাদিস। আহলে হাদিসের দৃষ্টিতে হানাফিদের নামাজই হবেনা। আবার হানাফিদের দৃষ্টিতে আহলে হাদিস গোড়া এবং ভুল পথে। আবার আহলে হাদিস মনে করে যে, হানাফিদের আমলকৃত বেশিরভাগ হাদিসই জাল। অর্থ্যাৎ, এই দুই দলের একদল আরেক দলকে প্রতিনিয়তঃ ঘায়েল করার চেষ্টায় ব্যস্ত। এই অবস্থায় আমরা কি করব- (১) তাবলীগ, জামায়াতে ইসলাম বা আহলে হাদিসের কোনটা সঠিক এবং কোনটা ভুল? (২) হানাফি বা আহলে হাদীসের কোনটা সঠিক এবং কোনটা ভুল? দয়া করে জানালে উপকৃত হব।