As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4173

লেনদেন

প্রকাশকাল: 3 Jul 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম, হুজুর মরহুম জাহাঙ্গীর হুজুর উনার এক বয়ানে বলেছিলেন উনার কাছে এক লোক এসেছিল যার জমির দলিল ডেভেলপার দের দিয়েছিল, কিন্তু পরে তারা এই কাগজ নিয়ে উলটপালট করে। ওই লোককে জাহাঙ্গীর হুজুর রাহে বেলায়েত বই থেকে কিছু দোয়া দাগিয়ে দিয়েছিলেন ওই দোআ গুলো যদি জানতেন উপকার হতো

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্যার রাহি. ঠিক কী কী দুআ করতে বলেছিলেন তা আমাদের জানা নেই। তবে রাহে বেলায়াতের মিম্নেরদুআগুলো এই ধরণের সমস্যার ক্ষেত্রে আমল করতে হয়। ১৮৭ নং থেকে ১৯২ এবং ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭ নং দুআ। আপনি আপনার সাধ্যমত আমল করতে থাকুন। বিশেষত ১৮৭ থেকে ১৯২ পর্যন্ত। স্যার রহি. সম্ভবত এই দুআগুলোই আমল করতে বলেছিলেন।