আসসালামু আলাইকুম।জনাব আশাকরি ভালো আছেন। আমি মোঃ আব্দুল জলিল নজরুল ব্রাজিল থেকে মেসেজটা লিখছি। আমি একটা হালাল মুরগীর কোম্পানিতে কাজ করছি আমি সহ সর্বমোট ৩৩ জন বাংলাদেশী মুসলমান এই কোম্পানিতে কাজ করছি। আমরা প্রতি দিন প্রায় ৩ লক্ষ মুরগী জবাই করি। ব্রাজিল থেকে মধ্যপ্রাচ্য,ইউরোপ, আমেরিকা সহ অসংখ্য মুসলিম রাষ্ট্রে হালাল মুরগীর মাংস রপ্তানি করা হয়।আমি যখন মুরগী জবাই করি তখন সব সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি ।কিন্তুু আমার সহকর্মী ভাইয়েরা বলেনা তারা যখন কাজ শুরু করে তখন কেউ কেউ প্রথমে ১ বার বলে কিন্তুু পরের গুলাতে আর বলেনা। আমি কয়েক জনকে বলেছি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে তাহারা আমাকে বলে আমার নিয়্যত ঠিক আছে আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললেও চলবে।আর কেউ কেউ বিসমিল্লাহি আল্লাহুআকবার বলে ছুরিতে ফু দেয় আর বলে আমি এখন এই ছুরি দিয়ে যতটা মুরগী জবাই করব সব হালাল হবে। কিন্তুু আমার প্রশ্ন হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে মুরগী জবাই করলে কি ঐ মুরগীর গোশত হালাল হবে? আর অনেকেই নামাজ নিয়মিত আদায় করেনা। এমতাবস্থায় নামাজ নিয়মিত আদায় না করলেও কি জবাই হালাল হবে? প্লিজ আমাকে মাসআলাটা জানাবেন। আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।