আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
প্রশ্ন ১. আমার স্ত্রীর নিকট ১ বছর সময় অবধি নিসাব পরিমাণ স্বর্ণ বা এর বেশি গচ্ছিত ছিল। কিন্তু ১ বছর সময়ের পরে পরবর্তীতে এর পরিমাণ নিসাব অপেক্ষা কমে যায়। তাহলে ১ বছর ধরে নিসাবের চেয়ে বেশি গচ্ছিত থাকা মোট সম্পদের উপর তার যাকাত আদায় করতে হবে কিনা?
২. স্ত্রীর নিজের স্বর্ণের পরিমাণ কমপক্ষে সাড়ে তোলা হতে হবে নাকি স্বামীর পাওয়া উপহারসামগ্রী যোগ করে সাড়ে সাত তোলা হতে হবে? নাকি স্ত্রীর ব্যক্তিগত সম্পদ নিসাব বা এর বেশি হলে তার উপর হিসাব করে যাকাত দিতে হবে?
৩. স্ত্রীর উপর যাকাত ফরজ হলে এবং তার উপার্জনে সংশ্লিষ্টতা না থাকলে স্বামী যাকাত আদায়ের অর্থ যোগান দিলেই স্ত্রীর যাকাত আদায় হয়ে যাবে কিনা?
৪.আর একসাথে যাকাত আদায়ের পুরো অর্থ নগদ না থাকলে দ্রুত সময়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা?
৫. যাকাতের অর্থ বন্টনের ক্ষেত্রে কি বেশি সংখ্যক অসহায় মানুষ কে বেছে নেওয়া ভাল? নাকি একজন, দুজন দরিদ্র ব্যক্তিকে আয় সৃষ্টিকারী কোন খাতে যাকাত দেওয়া ভাল? ধন্যবাদ।