আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি যদি ৮ রাকাত তারাবী পড়ে জায়নামাজে ঘুমিয়ে যাই ও পরে ওঠে বাকি নামাজ পড়ি এতে কি আমার নামাজ হবে? আর এরকম বিরতি নিয়ে কি তারাবী নামাজ পড়া যাবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, নামায হবে, বিরতী দিয়ে তারাবী পড়তে কোন সমস্যা নেই। তবে ঘুম থেকে উঠে ওযু করে নামায পড়বেন।