As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4161

জাদু-টোনা

প্রকাশকাল: 21 Jun 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ,
আমার প্রশ্ন হল, যে জিন কি কোন বাড়িতে অবস্থান নিয়ে সেই বাড়ির বউয়ের ওপর আছর করে তার গা ঠান্ডা করে দেয়া বা তার সামির কথা সুনবে না, এবং সেই বাড়িতে কোনো আয় উন্নতি হবেনা এবং সেই বাড়িতে সারাজীবন অশান্তি লেগেই থাকবে, এরকম কিছু সম্ভব কি না?
মানে জিনদের কি সেই খমতা আছে কি না বা আল্লাহ তায়ালা তাদের কি সেই খমতা দিয়েছেন কি না?
আর এরকম যোদি হয় তাহলে আমাদের করনিয় কি? আশা করি কুরআন ও সুন্নাহ এর আলোকে জানাবেন ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বীনরা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে পারে। আপনি যেটা উল্লেখ করেছেন, এমন হতে পারে, এমন হওয়া অস্বাভাবিক নয়। সকাল-সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক ও নাস তিনবার করে পড়লে এই সব সমস্যা থেকে মুক্ত থাকা যায়। আরো কিছু দুআ আছে। এই সব নিয়ে রাহে বেলায়াত বইয়ে সম্পুর্ণ ভিন্ন একটি অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। সেটা দেখলে সবচেয়ে ভালো হয়।