As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4159

সালাত

প্রকাশকাল: 19 Jun 2017

প্রশ্ন

সালাত আদায়ের জন্য যখন যামাতে দারাই তখন দেখি কেউ পায়ের আঙ্গুল দিয়ে সামনে কাতার সেজা করে, আবার কেউ পায়ের পেছনের দিকে কাতার সোজা করে, ,কোন নিয়মটা অনুসরণ করাযায়।

উত্তর

পায়ের পিছনের দিকে লক্ষ্য রেখে কাতার সোজা করতে হবে।