As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4150

যাকাত

প্রকাশকাল: 10 Jun 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমার প্রশ্ন হল, আমার স্ত্রীর সাত ভরির কাছাকাছি স্বর্ণ আছে যার মধ্যে মোহরানা হিসেবে আমার দেওয়া সাড়ে পাচ ভরি অবশিষ্ট উপহার হিসেবে পাওয়া। আবার আমার ঋণ আছে 3,50,000 টাকা. এক্ষেত্রে আমার যাকাত দিতে হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত দেওয়র ক্ষেত্রে আপনার স্ত্রীর সম্পদের সাথে আপনার সম্পদ বা ঋন হিসাব করবেন না। আপনার স্ত্রীর উপর স্বর্ণের যাকাত ফরজ হতো যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকতো, আপনি ঋনি থাকলেও তার উপর ফজর হতো। যেহেতু সাড়ে সাত ভরি নেই তাই তাকে যাকাত দিতে হবে না। তবে যদি স্ত্রীর মালিকানায় কিছু রোপা বা নগদ টাকা থাকে তাহলে কিন্তু স্বর্ণসহ সবকিছুর যাকাত দিতে হবে। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।