আসসালামু আলাইকুম, আমার বয়স যখন ৮-১০ বছর। ক্লাস ২-৩ তে পড়ি। স্কুলে গিয়ে ২-৩ টা দোকান থেকে কিছু বাকি খাইছিলাম সর্বোচ্চ ৫-৬ টাকা হবে। কিন্তু সেই টাকা আর দেয়া হয় নি। এখন ঐসব দোকানও আর নাই মনে হয়। এখন আমার করণীয় কি? আমি খুব চিন্তায় আছি . সবচেয়ে বেশি চিন্তায় আছি যে, একটা হিন্দু লোকের দোকানে ১ টাকা বাকি ছিল আর দেয়া হয় নি? জানি না দোকান টা আছে কি না। যদি গ্রামে গিয়ে দেখি দোকান টা নাই তাইলে কি করণীয়?