আমি জন্মগত ভাবে হানাফি মাজাবের অনুসারী ছিলাম, কিন্তু ড. জাকির নায়েকের লেকচার শোনার পর হাদিসের প্রতি আমল করা শুরু করি এতে সমাজের মানুষ আমাকে অন্য চোখে দেখে। ২বছর পর ড. আব্দুল্লা জাহাঙ্গীর এর লেকচার সোনার পর বুঝলাম আমার কিছু ভুল আছে এখন আমি যখন জামাতে সালাত আদায় করি তখন নামাযে বার বার হাত উঠাই না কিন্তু যখন বাড়িতে সালাত আদায় কারি তখন রফলইয়াদাইনি করি। আমি কি ঠিক করছি না ভুল করছি?