As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4132

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 May 2017

প্রশ্ন

ধূমপান করলে নাকি ৪০দিন ইবাদত কবুল হয় না। সত্য?আমি ধূমপান করি এখন ছাড়ার জন্য চেষ্টা আছি। কিন্তু ছাড়তে পারতেসি না। ৩-৪ তওবা করছি,এখন তওবা করলে তওবা কবুল হবে?

উত্তর

ধুমপান একটি হারাম কাজ। গুনাহের কাজ। ৪০ দিনের ইবাদত হয়তো নষ্ট হবে না, কিন্তু এটা থেকে যেভাবেই হোক বের হতে হবে। তওবা হলো সামনে ঐগুনাহ না করার দৃঢ় শপথ করা। এখন আপনি কিভাবে তওবা করেছেন, আপনি জানেন। দ্রুত এই মন্দ অভ্যাস ত্যাগ করায় হলো তওবার প্রকৃত ফলাফল।