রাসূলুল্লাহ সা. গোসলের পর ওযু করতেন না। সুনানু নাসায়ী, হাদীস নং ২৫২; আবু দাউদ, হাদীস নং ২৫০; তিরমিযী, হাদীস নং ১০৭। ইমাম তিরমিযীসহ মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন। প্রশ্ন হলঃ এই গোসল কি স্বাভাবিক গোসল নাকি ফরজ গোসল নাকি শরিয়াত সম্মত অন্য কোন পদ্ধতি। ফরজ গোসল কি যে কোন সময় করা যা নাকি শুধু শারীরিক অপবিত্রতার পরে করতে হয়, বিস্তারিত । প্লিজ