As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4129

হজ্জ

প্রকাশকাল: 20 May 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কিছু টাকা ধার করে হজ করলে কি ফরজ হজ আদায় হবে? হজ রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু টাকা পুরো জোগাড় হয় নাই। আমি ফ্রীলান্সিং করি (ইনফরমেশন বা বিভিন্ন ডাটা কালেক্ট করি অনলাইন এ), হজ এর রেজিস্ট্রেশন করার সময় যে পরিমান ইনকাম ছিল, ভাবসি যে টাকা জমে যাবে, কিন্তু এখন ইনকাম কমে যাওয়াতে (প্রায় ১ বছর ধরে) টাকা জমানো সম্ভব হয় নাই, এই অবস্থায় যদি আমি কিছু টাকা (যেমন ১ লক্ষ্য বা দেড় লক্ষ্য) টাকা ধার করে হজ করি তাহলে কি আমার ফরজ হজ আদায় হবে? ধার করে হজে জাওয়া কি ঠিক? উত্তর দিলে উপকৃত হবো

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টাকা ধার করে হজ্বে গেলে ফরজ হজ্ব আদায় হবে। টাকা ধার করাতে কোন সমস্যা নেই।