As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4125

যাকাত

প্রকাশকাল: 16 May 2017

প্রশ্ন

১. আমার পিতার একটি ডিপিএস আছে ৫০০০০০ টাকার, ১বছর অতিক্রান্ত হয়েছে…. আমি পিতার পক্ষ হয়ে যাকাত দিতে চাই….
এছাড়া আমার নিজের একাউন্ট এ আমার মাসিক বেতন অল্প অল্প করে গত ১ বছরে জমে ১লাখ টাকার মত হয়েছে… এইমাসে বেতন এবং বোনাস সহ আরো ৫০০০০ টাকা যোগ হবে…. এই টাকার মধ্য থেকেই আমি সংসারের খরচ বহন করি… এই মাসেও হয়ত আমার মাসিক খরচ + পিতার পক্ষ হয়ে যাকাত বাবদ প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হবে…. আর আমার জমান টাকাও সাড়ে সাত ভরি সোনার পরিমান হয় নাই… ১ বছরও পূর্ন হয় নাই….
এখন আমাকে যাকাত কত দিতে হবে?

উত্তর

না, ১ বছর পার হওয়ার আগে আপনার যাকাত দিতে হবে না।রুপার নিসাব হিসাব করে ১ বছর পর আপনি যাকাত দিবেন, এটাই অধিক সাবধানতা।