As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4120

বিবাহ-তালাক

প্রকাশকাল: 11 May 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হচ্ছে-আমি পড়াশোনা এবং চাকরির জন্য দেশের বাইরে থাকি কিন্তু আমার বাবা-মা আমার জন্য মেয়ে পছন্দ করেছে। উভয়পক্ষের অনুমতিতে আমাদের বিয়েটা সম্পন্ন করতে চাচ্ছে কিন্তু আমি দেশের বাইরে থাকায় সম্ভব হচ্ছে। অনুগ্রহ করে কি বলবেন আমি অনলাইন স্কাইপ অথবা ফেসবুকের মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে বিয়ে করতে পারব কিনা। ইসলাম এটাকে কতটা জায়েজ মনে করে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মোবাইলে বিবাহ একটি অনর্থক কাজ। মোবাইলে বিবাহের মাধ্যমে মূলত বিবাহের কোন উদ্দেশ্যই হাসিল হয় না। আর মোবাইলে বিবাহের নিয়ম হলো আপনি একজন কে উকিল বানাবেন অর্থাৎ দায়িত্ব দিবেন যে আপনার বিবাহের প্রস্তাব কনে পক্ষকে দিবে। উভয় পক্ষের উপস্থিতিতে এবং সাক্ষীদের উপস্থিতিতে কনে পক্ষ বিয়েতে রাজি হয়ে বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে। অনলাইন স্কাইপ অথবা ফেসবুকের মাধ্যমে আপনার যুক্ত হওয়ার কোন প্রয়োজন নেই।