As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4111

সালাত

প্রকাশকাল: 2 May 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম। শবে কদরের জন্য কি শুধু শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে ইবাদত করবো নাকি জোড় রাত্রিতেও করবো। আমাদের মসজিদে রাত 10 টার মধ্যে তারাবি বিতর নামাজ শেষ হয়ে যায়। এখন আমি আরো 2 ঘন্টা নামাজ পরলে বিতর নামাজ জামাতের সাথে আদায় করা উ্ত্তম হবে নাকি বাড়ীতে সব নামাজের পর আদায় করা উত্তম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু বেজোড় রাতে করলেই হবে। রাতের সকল নামাযের পর বিতর পড়া উত্তম। সুতরাং বাড়িতে সব নামায আদায়ের পর বিতর পড়বেন।