As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4107

যিকির দুআ আমল

প্রকাশকাল: 28 Apr 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ
আমি জানতে চাই কারো ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি? আমি যতটুকু জানি কারো ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না। কিন্তু অনেকেই বলছে পীর আউলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ। তারা বলে এটে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। দলিল হিসেবে তারা এই হাদিসটা পেশ করে। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
উমর ইবনু খাত্তাব (রাঃ) অনাবৃষ্টির সময় আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ)-এর ওয়াসীলাহ্ দিয়ে বৃষ্টির জন্য দুআ করতেন এবং বলতেন, হে আল্লাহ্! (আগে)। আমরা আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ওয়াসীলাহ্ দিয়ে দুআ করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন। এখন আমরা আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চাচার ওয়াসীলাহ্ দিয়ে দুআ করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। বর্ণনাকারী বলেন, দুআর সাথে সাথেই বৃষ্টি বর্ষিত হত। (সহিহ বুখারি: ১০১০)
এই হাদিসটি নিয়ে জানতে চাই এখানে আসলে ব্যাখ্যাটা কি তাহলে কি উসিলা দিয়ে দোয়া করা জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওসীলা বিষয়ে বিস্তারিত জানতে আমাদের দেয়া 0026 নং প্রশ্নের উত্তর দেখুন।