As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4100

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 Apr 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ১। মহিলা দের হাতে-পায়ের লোম স্থায়ী ভাবে তুলে ফেলা কি জায়েজ?
২। যোহরের ৪রাকাত সুন্নাত কি একসাথে পরতে হয়? নাকি ২ রাকাত, ২ রাকাত করে পড়তে হয়? জাজাকাল্লাহুখাইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, শরীরের যে লোমগুলো পরিস্কার করতে হয় তা বাদে অন্যকোন লোম তুলবে না। ২। ৪ রাকআত সুন্নাত একসাথে পড়বেন।