As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4088

যাকাত

প্রকাশকাল: 9 Apr 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমার কাছে 150000 নগদ টাকা আছে এবং 4 ভরি সোনা আছে। এখন কি শুধু নগদ টাকার জাকাত দেব নাকি সাথে সোনার জাকাত ও দিতে হবে? গত রমাজানে আমার কাছে 100000 টাকা ছিল এখন কি 100000 টাকার জাকাত দেব নাকি 150000 টাকার জাকাত দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। 150000 নগদ টাকা এবং 4 ভরি সোনা উভয়টির যাকাত দিতে হবে। টাকা না থাকলে শুধু সোনার যাকাত দেওয়া লাগতো না। যাকাত দেওয়ার সময় যত টাকা থাকে সব টাকার যাকাত দিতে হয়। সুতরাং এক লক্ষ নয়, আপনাকে দেড় লক্ষ টাকারই যাকাত দিতে হবে।