As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4081

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 2 Apr 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমার প্রশ্ন হলো- আমি পরিপূর্ণ ভাবে পাক হতে পারছি না। প্রসাবের পর আমার মনে হয় একটু বের হচ্ছে। এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করলে দেখা যায় খুব সামান্য পরিমান বের হয় (১ ফোঁটারও কম)। এখন আমার কি করা উচিত? সব সময় এত সময় টয়লেট এ অপেক্ষা করা সম্ভব না, সেক্ষেত্রে আমার কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি পরিপূর্ণভাবেই পাক পবিত্র হচ্ছেন। আপনার মনে ভিতর সন্দেহ হওয়াটা শয়তানের ওয়াসওয়াসা। দীর্ঘক্ষন আপনাকে অপেক্ষা করতে হবে না। স্বাভাবিক সময় নিয়ে পবিত্র হয়ে নিবেন। কোন ধরণেও মনে হওয়ার ভিতর যাবেন না।