হুজুর আমাদের দেশে অনেকেই 7,8,10বছর বয়সে কুরআনের হাফেজ হয় (আলহামদুলিল্লাহ) এখন আমার প্রশ্ন হল এই সকল হাফেজদের পেছোনে খতম তারাবী পড়ার হুকুম কি? এটা কি ঠিক? আর আপনার উত্তর যদি হয় পড়া যাবে তাহলে আল্লাহ্ কেনো রসুল সঃ এর উপর কুরআন নাযিল করলেন চল্লিশ বছর বয়সে? আল্লাহ্ তো রসুলকে চল্লিশের আগেও কুরআনের ওহী দিতে পারতেন কিন্তু কেনো আল্লাহ্ সেটা করেননি? নিশ্চয়ই এর মধ্যে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে । যদি একটু বিস্তারিত বলতেন উপকৃত হতাম ।