As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4076

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 Mar 2017

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। আমি একটি তৈরী পোষাক কারখানায় কর্মরত আছি। কারখানায় আমার কাজের জায়গার আশেপাশে বেশির ভাগ কর্মীই মেয়ে মানুষ। আর আমার কাজের প্রয়োজনে অনেক বেগানা মহিলার দিকেই আমার দৃষ্টি দিতে হয়। আর বিদেশী বায়ারদের কাছে অনেক সময় মিথ্যা রিপোর্ট পেশ করতে হয়। এসব ব্যাপারে ইসলাম কি বলে। আর আমার কি করণীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি দ্রুত একটি সুন্দর ও হালাল কর্মের ব্যবস্থা করুন। আর যত দিন অন্য কোন আয়ের ব্যবস্থা না হয় ততদিন যতটা সম্ভব গুনাহ এড়িয়ে চলুন। মিথ্যাে কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়।