As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4072

যিকির দুআ আমল

প্রকাশকাল: 24 Mar 2017

প্রশ্ন

পৃথিবী থেকে চলে গেছেন যিনি, তিনি যদি কুরআন পড়তে না জানেন, তবে তার সন্তানরা কি করবে? উনি উনার সন্তানদের কুরআন শিখিয়েছেন, ছোট ভাইদের শিখিয়েছেন। উনি পরিবারের বড় সন্তান হওয়ার কারনে, আর উনার মা উনার ছোট ব্য়সে মারা যাওয়ার জন্য উনাকেই সব দায়িত্ত নিতে হয়েছিল। তাই তিনি পারেন নি। আর উনি খুব অল্প বেতনের চাকরি করতেন এবং উনাকে খুব খাটাতো ওইখানে, সময় অনেক দেয়া লাগত কিন্তু তার অন্য কোন option ছিল না। চার মেয়েকে নিয়ে উনার সংসার চালানো খুব কষ্ট করতে হতো

উত্তর

তার জন্য বেশী বেশী দুআ করবে সন্তানেরা, সামর্থ অনুযায়ী যথেষ্ট পরিমান দান-সদকাহ করবে। আমরা দুআ করি আল্লাহ পরিশ্রমী মানুষটির সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত দান করুন।