As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4067

হালাল হারাম

প্রকাশকাল: 19 Mar 2017

প্রশ্ন

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ, আমরা উত্তর আমেরিকার কানাডা থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে, আমাদের কিছু বন্ধু আছে যারা পেশায় গাড়ি/ট্যাক্সি/ট্রাক/ডেলিভারি চালক। তারা তাদের গাড়ির odometer (দূরত্বমাপণী) মাইলেজ কিছু দিন পর পর কমিয়ে দিয়ে, ওই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। উদাহরণ স্বরূপ যদি তাদের গাড়ির আসল মাইলেজ যদি ৮০০০০ কিলোমিটার থাকে তাহলে তারা ওই আসল মাইলেজকে কমিয়ে ৪০০০০ কিলোমিটারে আনে, যাতে করে তাদের গাড়ির গ্যারান্টি ঠিক রাখতে পারে। কারণ এসব দেশে গাড়ির সম্পূর্ণ গ্যারান্টি সাধারণত ৬০০০০ কিলোমিটারে (কিম্বা ৫ বৎসর – যেটা আগে শেষ হয়) শেষ হয়ে যায়, ক্ষেত্র বিশেষে তাহা এক লক্ষ কিলোমিটার পর্যন্ত হতে পারে (কিম্বা ৫ বৎসর – যেটা আগে শেষ হয়)। যেহেতু তারা প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা গাড়ি চালায়, তাই গাড়ির মাইলেজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অর্থাৎ ৫ বৎসর শেষ হবার আগেই গ্যারান্টির জন্য নির্দিষ্ট মাইলেজ শেষ হয়ে যায়। তাই গাড়ির গ্যারান্টি ঠিক রাখার জন্য তারা এই অবৈধ পন্থা অবলম্বন করে থাকে। আমার জানামতে ওজনে কম দেওয়া একটা কবিরাহ গুনাহ, এবং সেই সাথে এই ধরনের মাইলেজ চুরি এক প্রকারের ছলনা, দেশের আইন ভঙ্গ করার মতো অপরাধ। এবং তারা যখন গাড়িটি বিক্রি করে তখন এই গাড়ির ক্রেতা কোনদিনই জানতে পারে না গাড়ির আসল মাইলেজ কত ছিল গাড়ি বিক্রির সময়। এটাতো কাউকে ঠেকানোর মতো অপরাধ এবং সেই সাথে ওজনে কম দেওয়ার অপরাধও বটে। সূরা আল-ইসরা (১৭), আয়াত ৩৫ এবং সূরা আর-রহমান (৫৫), আয়াত ০৯ অনুসারে ওজনে কিম্বা পরিমাপে কম দেওয়ার হুকুম নাই। অতএব ; এইভাবে মাইলেজ কারচুপির দ্বারা অর্জিত অর্থ কি হারাম উপার্জন বলে গণ্য হবে? উপার্জন হারাম হলে ওই হারাম উপার্জনের অর্থ দিয়ে খেলে তাহার কিম্বা তাহার পরিবারের সদস্যদের ইবাদত কবুল হবে কি? উপার্জন হারাম হলে তাহাদের দান করার হুকুম কি?
বিনীত ভাবে অনুরোধে,
মোহাম্মদ হোসাইন। কুইবেক, কানাডা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইনকাম হারাম হবে না। তবে এই কাজ অপরাধ, গোনাহ হওয়ার মত কাজ।