আসসালামু আলাইকুম, তাজবীদের আমরা যে নিয়মগুলো শিখেছি,ইদগাম,ইখফা ইত্যাদি-এ নিয়ম গুলো কি শুধু কুরআন তিলওয়াতের জন্যে ব্যবহৃত হবে নাকি বিভিন্ন দুআ,হাদিস পাঠের সময়ও ব্যবহৃত হবে? জাঝাকাল্লাহু খায়রান।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। এগুলো মূলত কুরআনের জন্য প্রযোজ্য। দুআ-হাদীস পড়ার সময়ও এগুলো খেয়াল রাখা ভালো।