As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 406

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 Mar 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আপনার রাহেবেলায়েত বইটি পড়ি এবং ওয়াজ শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। কিন্তু তারপরও জীবনের সঙ্কট কাটছেনা। বর্তমানে আমি অনেক সঙ্কটপূর্ণ অবস্থায় আছি। মাঝে মাঝে মনে হয় আমার নেকির চাইতেও গুনাহ মনে হয় অনেক বেশি। তাই হয়তো অনেক দুআ পড়ার পরেও জীবনের সঙ্কট কাটছেনা। কি করলে মহান আল্লাহ পাক আমার দুয়া কবুল করবেন তা যদি একটু জানান অনেক উপকার হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিপদ-সংকটে সবর করার মধ্যেই রয়েছে মূমিনের সফলতা। অনেক সময় আল্লাহ তায়ালা এই বিপদাপদ দ্বরা তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। সুতরাং আপনি দুঃশ্চিন্তা করবেন না। আল্লাহর কাছে দুআ করুন আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সব সংকট দূর করে দেন।