আসসালামুয়ালাই্কুম, আমার কিছু জরুরী প্রশ্ন ছিল, যা নিয়ে আমি বেশ কিছুদিন যাবত সমস্যার মধ্যে আছি। দয়া করে সমাধান দিয়ে আমার উপকার করবেন। ১) আমার দাদা-দাদি মাজার ভক্ত ছিলেন। উনাদের কবরে জিয়ারত করা এবং উনাদের জন্য ইস্তেগফার করা কি জায়েজ হবে? উনারা বিশ্বাস করতেন মাজার উছিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে অনেক কাজে সফল হওয়া যায় বা মাজারে মানত করলে পরীক্ষায় পাশ করা যায়। এসব কি শিরক? ২) নামাজের ওয়াক্তে আমি যদি এমন কোনো স্থানে থাকি যেখানের আশে পাশের মসজিদের ইমাম মাজার সমর্থক, তবে কি আমার ঐ মুহুর্তে সেই ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ হবে? নাকি বাসায় গিয়ে পড়ব? আমার কাছে স্পষ্ট প্রমাণ নেই ঐ ইমামরা শিরকে লিপ্ত কি না।