As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4046

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 26 Feb 2017

প্রশ্ন

জানাজা নামাজের পর দুয়া করা জায়েজ কি❓

উত্তর

জানাযা একটি দুআ। জানাযার পর বা অন্য যে কোন সময় দুআ করতে কোন সমস্যা নেই। তবে অনেক জায়গাতে জানাযার পর সম্মিলিতভাব যে দুআ বা মুনাজাত করা হয় তা করা উচিৎ নয়, বিদআত। রাসূল সা.,সাহাবী ও তাবেয়ীগণ এভাবে দুআ করেন নি।