As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4044

যিকির দুআ আমল

প্রকাশকাল: 24 Feb 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম শাইখ আমি রাতে কে অনেক ভয় পাই মনে হয় কেউ আমাকে ধরতে আসতেসে ঘুমাইতে ভয় হয় মনে হয় আমি আজকে মারা যাবো একা থাকলে এমন মনে হয়। এই অবস্থায় আমি কি করবো কুরআন সুন্নাহ থেকে জানালে অনেক উপকার পাইতাম। মাহফুজ আহমেদ, কল্যাণপুর, ঢাকা

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সকাল-সন্ধ্যা সূরা ইখলাস-ফালাক ও নাস তিনবার করে পড়বেন। এবং সকাল-সন্ধ্যার আরো দুআ শিখে পড়বেন। ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন।