As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4038

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 Feb 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম
আমার দুইটি প্রশ্ন আছে। ১) আমরা জানি যে যাকাত আদায়ের জন্য নিসাব পরিমাণ টাকা অথবা স্বর্ণ এক বছর পর্যন্ত করো কাছে থাকলে তার জন্য যাকাত ফরয হয়। আমার প্রশ্ন হচ্ছে এই এক বছরের সময়ের হিসাব কখন থেকে কখন পর্যন্ত হবে?
২) ধরি আমার কাছে এখন (৪/০৫/২০২০) চার লক্ষ টাকা আছে যা এক বছর আগে সমপরিমাণ ছিলো কিন্তু গত এক বছরে এই টাকা খরচ হয়ে কমে দুই লক্ষ টাকা হয়েছে আবার বেড়ে বর্তমানে চার লক্ষ টাকা আছে। এখন আমার যাকাত হিসাব কিভাবে করবো। আদও কি আমার যাকাত ফরয হয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেদিন আপনি নেসাব পরিমান সম্পদের মালিক হবেন সেদিন থেকে এক বছর গণণা করতে হবে। ০৪-০৫-২০২০ তারিখের আরবী তারিখ আপনাকে দেখতে হবে। কারণ বছর বলতে আরবী বছর উদ্দেশ্য। এই সময় যদি আপনার কাছে ৪ লক্ষ্য টাকা থাকে, তার এক বছর পর কাছে যাকাত যোগ্য যত সম্পদ থাকবে সব সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে কম-বেশী হওয়া ধর্তব্য নয়। যদি এক বছর পর আপনার কাছে ৩ লক্ষ থাকে তাহলে ৩ লক্ষ টাকার যাকাত দিতে হবে। যদি ৬ লক্ষ্য থাকে তাহলে ৬ লক্ষ টাকার যাকাত দিতে হবে।