As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4030

যাকাত

প্রকাশকাল: 10 Feb 2017

প্রশ্ন

السلام عليكم ورحمة الله وبركاته
1. আমার এক ভাই মাদ্রাসা শিক্ষক। তার অল্প কিছু পরিমাণ কৃষি জমি আছে। সে অনেক টাকার ঋণী যা পরিশোধ করতে পারছে না। তাকে যাকাত দেয়া যাবে?
2. আমার এক আত্মিয় ছোট ব্যবসায়ী ছিলেন। রমযানের কয়েকদিন আগে ব্যবসা বন্ধ করে মালামাল বিক্রি করেছেন এবং ঐ টাকা দিয়ে অন্য ব্যবসা করবেন বলে চেষ্টা করছেন। বর্তমানে তার কাছে নগদ ১ লক্ষ টাকা আছে যা দিয়ে তিনি ব্যবসা করতে চাচ্ছেন। এই টাকার কি যাকাত দিতে হবে? তিনি কি যাকাত নিতে পারবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, তাকে যাকাত দেয়া যাবে। ২। রুপার নিসাব হিসাব করলে তাকে যাকাত দিতে হবে। স্বর্নের নিসাব হিসাব করলে যাকাত দিতে হবে না। এক্ষেত্রে তার যাকাত দেয়া ভালো। তিনি যাকাত নিতে পারবেন না।