আমি ওসিডি রোগে আক্রান্ত..দেখা যায় অনেককে সালাম দিলে..আমার সালামের উচ্চারণ আমার কাছে ঠিক মনে হয় না..তো আমি লোকটাকে কে আবার সালাম দেই..তারপর আবার উচ্চারণ ঠিক মনে না হলে আবার সালাম দেই..অনেক সময় একি লোককে পরপর সালাম দিতে আমার কেমন লজ্জা লাগে.. যেমন এই সালাম দিলাম কিন্তু আমার মনে হলো যে উচ্চারণ ঠিক হয় নি..তো আবার সালাম দিতে গেলে মনে হয় লোকটি কি ভাব্বে এজন্য আমি অনেক সময় সালাম পরপর দিতে গিয়েও দেই না
….এটা কি রিয়ার মধ্যে পড়বে কারণ লোকের ভয়ে বা লোকে কি মনে করবে এই ভয়ে সালাম দিলাম না?